ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় বাদুড়তলা সড়ক সংস্কার কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ

বগুড়ায় বাদুড়তলা সড়ক সংস্কার কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ, ছবি : শফিকুল ইসলাম শফিক

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের বাদুড়তলা মোড় থেকে দৈনিক করতোয়া কার্যালয় পর্যন্ত ৩৬০ মিটার আরসিসি সড়কের পুনর্নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। ফলে যানবাহন চলাচলও বন্ধ হয়ে গেছে। এতে সড়কের দু’পাশে থাকা বহু প্রতিষ্ঠানেও ব্যবসা-বাণিজ্যে বিরুপ প্রভাব পড়েছে। চরমদুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষও। তবে আগামীকাল শুক্রবার থেকে এই নির্মাণ কাজ ফের শুরু হবে বলে জানা গেছে।

ভুক্তভোগীরা জানান, মাসখানেক আগে থেকে ওই সড়কে পুনর্নির্মাণ কাজ শুরু করা হয়। তখন নির্মাণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছিল, যানবাহন ও মানুষের চলাচলের স্বার্থে সড়কের এক দিক খোলা রেখে নির্মাণ কাজ করা হবে। এক পাশে সড়ক পুনর্নির্মাণ হলে পরবর্তীতে অপর দিক কাজ করা হবে। কিন্তু সড়কের কিছু অংশ ওইভাবে নির্মাণ করা হলেও পরবর্তীতে তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসে। ঠিকাদার বাঁশ দিয়ে বেরিকেডি দিয়ে পুরো সড়ক বন্ধ করে দিয়ে ধীর গতিতে সড়ক নির্মাণ কাজ শুরু করে, এতে দুর্ভোগে পড়েন মানুষ। তবে এভাবে কাজ করতে করতে এক পর্যায়ে সড়ক নির্মাণ কাজই বন্ধ করে দেন ঠিকাদার। গত পাঁচ দিন ধরে এ অবস্থা বিরাজ করছে। এতে মানুষের চরমদুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরও পড়ুন

এ ব্যাপারে ঠিকাদার খায়রুল কবীর রানাকে মোবাইল ফোনে কল দিয়েও পাওয়া যায়নি। তবে তার নিয়োজিত প্রতিনিধি ফিরজুর রহমান বলেন, বর্ষার কারণে বগুড়া পৌরসভার এই সড়কের ৩৬০ মিটার আরসিসি কাজ বন্ধ ছিল। আগামীকাল শুক্রবার থেকে পুনর্নির্মাণ কাজ আবারও শুরু হবে। তিনি বলেন, ভাঙড়িপট্টি ও প্রেসপট্টির মধ্য দিয়ে বিকল্প সড়ক রয়েছে। বিকল্প ওই দুটি সড়ক থাকায় বাদুড়তলা সড়কটি বন্ধ করে কাজ শুরু করা হয়। 
বগুড়া পৌরসভার এই সড়ক নির্মাণ খরচ ধরা হয়েছে ৮৪ লাখ টাকা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস