ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেখা করলেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

ছবি : সংগৃহীত,তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেখা করলেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের তাদের সাক্ষাৎ হয়।

বুধবার (৬ আগস্ট) মুঠোফোনে সময় সংবাদকে এই তথ্য জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। ওই বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন।


হুমায়ুন কবির জানান, আলোচনা ছিলো সৌজন্যমূলক। দেশের বর্তমান পরিস্থিতি, তারেক রহমানের ভাবনা, উনি যদি নির্বাচিত হন তাহলে দেশ নিয়ে পরিকল্পনা- এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ব্যক্তিগতভাবে তারেক রহমানের সঙ্গে পরিচিত হতে এসেছিলো বলে জানান হুমায়ুন কবির। তিনি বলেন, তারেক রহমান ১৫ বছর কীভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, হাসিনাকে বিতাড়িত করার জন্য কীভাবে নেতৃত্ব দিয়ে এসেছেন সেই গল্প শুনেছেন রাষ্ট্রদূত।
 
তারেক রহমান এখন বাংলাদেশের সিনিয়র মোস্ট পলিটিক্যাল লিডার। পৃথিবী তাকিয়ে আছে আগামী নির্বাচনে উনার প্রধানমন্ত্রী হওয়ার দিকে। গত ১৫ বছর এত প্রতিকূলতার মধ্যেও লন্ডন থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চালিয়ে গেছেন। একটা পরিণতির দিকে নিয়ে এসেছেন। এজন্য তাকে নিয়ে আন্তর্জাতিকভাবে আগ্রহ তৈরি হচ্ছে।
 
জাতীয় নির্বাচন সামনে রেখে এবছরেই মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন বলে জানান হুমায়ুন কবির। তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সেটা তো ঘোষণা হয়েই গেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে নভেম্বর ডিসেম্বরে তফসিল হবে। তাহলে তো তিনি এই বছরই ফিরবেন।
 
তারেক রহমান ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে (লন্ডন) যান। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বহু মামলার আসামি হন তিনি। এগুলোর মধ্যে বেশ কয়েকটিতে সাজাপ্রাপ্তও হন। এসবের মাঝে গত প্রায় ১৭ বছর ধরে তিনি লন্ডনে রাজনৈতিক নির্বাসনে আছেন।

আরও পড়ুন

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে আইনি জটিলটা কেটে গেছে বলেই প্রতিয়মান হয়। গত জুনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে তারেক রহমানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। ওই বৈঠকের পরই জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় হিসেবে ফেব্রুয়ারির প্রথমাংশের কথা সামনে আসে।গতকাল জাতির উদ্দেশে ভাষণে একই কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তারেক রহমানের দল বিএনপির শীর্ষ নেতারা বলে আসছেন তিনি যেকোনো সময় দেশে ফিরে আসতে পারেন। যদিও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে সামান্য বৃষ্টিতে রাস্তায় কাদা ১০ গ্রামের মানুষের দুর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে ট্রেড লাইসেন্স না থাকায় দোকানিকে জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটের ঋষিঘাট থেকে বৈদড় পর্যন্ত রাস্তা ৩৭ বছরেরও সংস্কার হয়নি

নওগাঁর ধামইরহাটে প্রবাসী নারীর সাথে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে ৭ সাত  লাখ টাকা আত্মসাৎ

ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তিতে বগুড়ায় বিএনপির বিশাল বিজয় র‌্যালি

বগুড়ার শাজাহানপুরে বর্ষার পানিতে তলিয়ে গেছে শ্যামলাকাতিপাড়া, দুর্ভোগে মানুষ