শেওড়াপাড়ায় আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণিতে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। চারতলা ভবনের তিন তলায় লাগা আগুন ১৬ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ৬টা ২৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১৬ মিনিটের চেষ্টায় ৬টা ৪৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, ওই আবাসিক ভবন সংলগ্ন একটি মার্কেট রয়েছে। চার তলাবিশিষ্ট ভবনটির তিন তলায় আগুন লেগেছিল। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
মন্তব্য করুন