ভিডিও সোমবার, ২১ জুলাই ২০২৫

সিনেমার গানে ফিরলেন মনির খান

কণ্ঠশিল্পী মনির খান।

বিনোদন ডেস্ক ঃ প্রেম, বিচ্ছেদ, বেদনা আর আশার বহু গানে শ্রোতার মনে স্থায়ী আসন তৈরি করেছেন কণ্ঠশিল্পী মনির খান। অনেকদিন প্লে­ব্যাক থেকে একটু দূরে ছিলেন তিনি। সময়ের স্রোতে হারিয়ে যাওয়া নয় বরং নিজের ভেতরে জমে থাকা কিছু প্রশ্নের উত্তর খুঁজতে তাঁর এই বিরতি। বিরতির পর ‘যন্ত্রণার আগুন’ সিনেমায় দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর সংগীতায়োজন করেছেন বাবলুর রহমান। সিনেমাটি পরিচালনা করছেন পাতলা খান।

সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে এর রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন মনির খান। সিনেমায় নতুন গান প্রসঙ্গে মনির খান বলেন, ‘বেশ বিরতির পর অসাধারণ কথার সিনেমার গান গাইতে পেরে ভালোই লাগছে। একসময় সিনেমায় প্রচুর গান করেছি। দিনরাত ব্যস্ততা লেগেই থাকত। সিনেমার যে গানগুলোতে আমার কণ্ঠ প্রয়োজন নির্মাতারা সেই গানের জন্য এখন আমাকে ডাকছেন। সময় সুযোগ পেলে সিনেমার গান করছি। এখন তরুণ শিল্পীরাই প্লে­ব্যাকে করছেন বেশি। শ্রোতা তা পছন্দও করছেন। তাদের তো জায়গা ছেড়ে দিতে হবে।’

কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন মনির খান। ১৯৯৬ সালে প্রথম একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন তিনি। তাঁর একক অ্যালবাম ৪২টি, দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যা ৩০০টির বেশি। কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এখন ইউটিউবে নিয়মিত তিনি প্রকাশ করছেন নতুন নতুন গান।

আরও পড়ুন

নতুন গান প্রকাশ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘প্রতিনিয়ত নতুন নতুন গান করছি। আমার দুটি ইউটিউব চ্যানেল রয়েছে। এগুলোতে প্রতি মাসেই দু-তিনটি গান প্রকাশ করছি। শ্রোতারা বেশ পছন্দ করছেন গানগুলো। সব মিলিয়ে গানের মধ্যেই আছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া নন্দীগ্রামে নিজ বাড়ি থেকে আ’লীগ নেতা গ্রেফতার

তিস্তা সেচ ক্যানেলে বাঁধ বিধ্বস্ত হয়ে ৯০ একর আমন ক্ষেত পানির নিচে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক এপিপি এড. মিজান গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের বাড়ছে নদীর পানি অতিবৃষ্টিতে আক্রান্ত ১৩শ বিঘা জমির ফসল

রংপুরে ২১টি যানবাহনের ৪৫ হাজার টাকা জরিমানা

বগুড়া ফুলবাড়ীর শাকিল হত্যা মামলার আসামি রাজু ঢাকায় গ্রেফতার