২০ বছরের মেয়াদোত্তীর্ণ বাস ও ২৫ বছরের ট্রাকের বিরুদ্ধে অভিযানে বিআরটিএ

সারা দেশের সড়ক ও মহাসড়কে ২০ বছরের পুরনো বাস ও ২৫ বছরের মেয়াদোত্তীর্ণ ট্রাক কাভার্ড ভ্যানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। এই সাঁড়াশি অভিযানে অংশ নিয়েছে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ,মালিক সমিতি ও শ্রমিক সংগঠন।
আজ রবিবার (২০ জুলাই) সকালে রাজধানীর ফার্মগেটে অভিযানে অংশ নিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন,’ ৮ টি স্পটে আজ সকাল থেকে এই অভিযান শুরু করা হয়েছে। শুধু মাত্র দিনে নয় রাতেও চলবে এই অভিযান। মুলত ২০ বছরের মেয়াদোত্তীর্ণ বাস, ২৫ বছরের ট্রাকের সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসব যানবাহনের কারনে সড়ক দুর্ঘটনাও বেশি হচ্ছে। তাই এসব গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিআরটিএ চেয়ারম্যান জানান, রাতারাতি সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। বিগত সরকারের আমলে কি হয়েছে সেটি প্রতি গুরুত্ব না দিয়ে সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযানের ওপর জোর দেন তিনি। তিনি বলেন, শুধু সড়কে নয় বাস ডিপোগুলোতেও চালানো হবে অভিযান।
ইকোনমিক লাইফ মেয়াদোত্তীর্ন বাস/মিনিবাস/ট্রাক/কাভার্ড ভ্যান প্রভৃতি মালবাহী মোটরযান সড়ক ও মহাসড়কে চলাচল বন্ধে অদ্য রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সম্মুখে বাস ডিপো পয়েন্টে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইকোনমিক লাইফ মেয়াদোত্তীর্ন কোন বাস/মিনিবাস পাওয়া যায়নি।
আরও পড়ুনতবে মেয়াদোত্তীর্ন ফিটনেস, ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স ও রুট পারমিট ব্যতীত যানবাহন চালনার অপরাধে বিভিন্ন ধারায় ১৫টি মামলায় ৬০,৫০০/-টাকা অর্থদণ্ড করা হয় ও যানবাহন চালনাকারী কর্তৃপক্ষকে সচেতন করা হয়।
বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে অভিযানে উপস্থিত ছিলেন, পরিচালক প্রশাসন মো.কামরুল ইসলাম চৌধুরী, পরিচালক এনফোর্সমেন্ট নাজনীন হোসেন, ঢাকা বিভাগীয় পরিচালক শফিকুজ্জামান ভুঁইয়া, উপ পরিচালক এনফোর্সমেন্ট হেমায়েত উদ্দিন, বিআরটিএ পরিচালক মীর আহমেদ তারিকুল ওমর, পরিচালক রোড সেফটির শহীদুল্লাহ ও ঢাকা মহানগর পুলিশের যুন্ম পুলিশ কমিশনার (ট্রাফিক) মো.আনিছুর রহমানসহ পুলিশের উধ্বত্বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন