ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

দিনাজপুরের চিরিরবন্দরে ৪৮০ পিস ইয়াবাসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতা আটক

দিনাজপুরের চিরিরবন্দরে ৪৮০ পিস ইয়াবাসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতা আটক। প্রতীকী ছবি

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে ৪৮০পিস ইয়াবাসহ যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকে আটক করেছে র‌্যাব-১৩ এর সিপিসি-২ টহলদল। র‌্যাব সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার চিরিরবন্দর থানাধীন রানীবন্দর বালাপাড়া ও নশরতপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রামের উদ্দীপন এনজিও’র সামনে বালাপাড়া টু রানীরবন্দরগামী কাঁচা রাস্তার উপর থেকে উপজেলা যুবলীগ নেতা মো. মাহফুজুর রহমানের(২৬) কাছ থেকে ২শ’ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন এবং অপর সহযোগী ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সুমনের(২৫) কাছ থেকে ২৮০পিস ইয়াবা জব্দ করা হয়।

জানা যায়, আটককৃত উপজেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমূহা গ্রামের শাহাপাড়ার সাবেক ইউপি সদস্য নুরুল আমিনের ছেলে ও ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান সুমন সাতনালা ইউনিয়নের ফুলুপাড়ার নজরুল ইসলামের ছেলে।

আরও পড়ুন

এ ঘটনায় র‌্যাবের ডিএডি আব্দুস সামাদ বাদি হয়ে চিরিরবন্দর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল ওয়াদুদ বলেন, আটককৃতদের জব্দকৃত মাদকসহ আদালতে সোপর্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে আসছিল। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে মির্জা ফখরুল ইসলাম

জয়পুরহাটের পাঁচবিবিতে যৌথ বাহিনীর অভিযানে অনুমোদন বিহীন ক্লিনিকে জরিমানা

শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন: ৮ পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ

নির্বাচন ঘিরে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বগুড়ার বডি বিল্ডার মতির ইন্তেকাল

দিনাজপুরের খানসামায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার