শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডন ছবির নির্মাতাচন্দ্র বারোট

বলিউডের কালজয়ী ‘ডন’ সিনেমার নির্মাতা চন্দ্র বরোট আর নেই।
আজ রবিবার (২০ জুলাই) সকালে মুম্বাইয়ের গুরু নানক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। গত সাত বছর ধরে তিনি ফুসফুসের জটিল রোগ পালমোনারি ফাইব্রোসিসে ভুগছিলেন।
চন্দ্র বরোটের স্ত্রী দীপা বরোট সংবাদমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চন্দ্র বরোট সবচেয়ে বেশি পরিচিত ১৯৭৮ সালের কালজয়ী ছবি ‘ডন’-এর পরিচালক হিসেবে। সেখানে প্রধান চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন। এই ছবিটি সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা চিত্রনাট্য, সংলাপ, সংগীত ও স্টাইলের জন্য আজও প্রশংসিত।
আরও পড়ুনএই ছবিরই আধুনিক সংস্করণ ২০০৬ সালে নির্মাণ করেন চলচ্চিত্র নির্মাতা ফারহান আখতার। সেই সূত্রেই চন্দ্র বরোটকে ঘনিষ্ঠভাবে জানার সুযোগ হয় তার। ফারহান আখতার ইনস্টাগ্রামে এক পোস্টে বরোটের একটি পুরনো ছবি শেয়ার করেন। সেখানে বরোটকে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাচ্ছে। তিনি লেখেন, ‘‘ডন’ ছবির মূল নির্মাতা চন্দ্র বরোটজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শান্তিতে বিশ্রাম করুন, চন্দ্রজী। পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।
ডন’ ছাড়াও চন্দ্র বরোট কাজ করেছেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা মনোজ কুমারের সঙ্গে।
মন্তব্য করুন