বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচ

স্পোর্টস ডেস্ক : মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার (২০ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ জেতা লিটন বাহিনী আজে ঘরের মাঠে করার প্রত্যয় নিয়ে মাঠে নামবে। কিন্তু তার আগেই বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরুর আগে ও পরে ঢাকা শহরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ম্যাচের সময় আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, যার ফলে ম্যাচের পরিপূর্ণতা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।ম্যাচের সময়কার আবহাওয়ার পূর্বাভাস বলছে, তাপমাত্রা থাকেবে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস, তবে অনূভুত হবে ৩৭ ডিগ্রি।আর্দ্রতা ৭৭% যা খেলোয়াড়দের জন্য অত্যন্ত আর্দ্র ও অস্বস্তিকর পরিবেশ তৈরি করবে। বাতাসের গতি দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৯ কিমি বেগে বইবে, মাঝে মাঝে ১৯ কিমি পর্যন্ত গতি পেতে পারে। মেঘের আচ্ছাদন ৯৯% মেঘলা থাকবে আকাশ। প্রায় ১.৭ মিলিমিটার বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।
এই সিরিজে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে-২২ ও ২৪ জুলাই দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মে মাসে পাকিস্তানে অনুষ্ঠিত শেষ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। দুই দলের মোট ২২টি টি-টোয়েন্টি লড়াইয়ে পাকিস্তান জিতেছে ১৯টি ম্যাচে, বাংলাদেশ জয় পেয়েছে মাত্র তিনবার।
আরও পড়ুন
মন্তব্য করুন