ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

আজ ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জ বাংলাদেশের

আজ ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জ বাংলাদেশের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মাত্র চারদিনের ব্যবধানে আবারও টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ দল। আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। দেড় মাস আগেই পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশের তিক্ত অভিজ্ঞতা ঝেড়ে ফেলে আত্মবিশ্বাস নিয়ে নামছে টাইগাররা। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজ জয় সেই আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে।

তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বারবার উঠে এসেছে মিরপুরের পিচ প্রসঙ্গ। লিটন দাস নিজের অভিজ্ঞতা থেকে জানিয়েছেন, এই উইকেট অনেক ব্যাটসম্যানের ক্যারিয়ারকেই ক্ষতিগ্রস্ত করেছে। তিনি বলেন, আমি একমত। ব্যাটার হিসেবে অনেক প্লেয়ারেরই ক্যারিয়ার ডাউন হয়ে গেছে (এই উইকেটে খেলে)। যদি বোলার হতাম, হয়তো ক্যারিয়ারটা আরও ভালো যেত। তিনি আরও বলেন, বাংলাদেশ দল এখানে সিরিজ জিতেছে, উন্নতি করেছে এটা একটা বড় প্লাস পয়েন্ট। কিন্তু একই সময়ে ব্যাটারদের জন্য বিষয়টা কঠিন ছিল।

সফরকারী পাকিস্তান দল আগে থেকেই বিশ্রামে থাকলেও, বাংলাদেশ এক সেশন অনুশীলন করেই নামবে প্রথম ম্যাচে। এমন প্রস্তুতির মাঝে আবারও চিন্তার কেন্দ্রে উইকেট। বিশেষ করে পাকিস্তানের স্পিন আক্রমণ ও বিপিএলের অভিজ্ঞতায় তাদের আত্মবিশ্বাসী ভাবাচ্ছে লিটনকে।

আরও পড়ুন

অন্যদিকে, পাকিস্তান অধিনায়ক সালমান আগা জানিয়েছেন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না তারা। তিনি বলেন, প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ যে কোন দলের জন্য চ্যালেঞ্জিং। ঘরের মাঠে এ দলটা ভালো। তাই বলে বাড়তি চাপ নিচ্ছি না। আমাদের দলে নতুন দু’জন ক্রিকেটার আছে। ওদের নিয়ে আমি রোমাঞ্চিত।

লিটন দাস জানিয়েছেন, তার চোখ ভবিষ্যতের বড় আসর নয়, বর্তমান সিরিজেই। এক ম্যাচ এক ম্যাচ করে এগোতেই চান তিনি। এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ নিয়ে এখনই ভাবতে নারাজ। লঙ্কা জয়ের উইনিং কম্বিনেশন ধরে রাখার ইঙ্গিত দিলেও, দলে মেহেদী হাসান মিরাজকে জায়গা দেয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি টাইগার অধিনায়ক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুস্মিতার সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন সৃজিত

কুমিল্লা বোর্ডে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

পার্বত্য চট্টগ্রামে তৃতীয় কোনো পক্ষকে সুবিধা নিতে দেব না: নাহিদ ইসলাম

দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৪ জন নিহত

হিজড়া সেজে ২৮ বছর ভারতে, ধরা পড়লেন বাংলাদেশি কালাম

মিরপুরে দর্শকদের খাবারের দুর্ভোগ কমাতে নতুন নির্দেশনা বিসিবি’র