ডাকসুর তফসিলের জন্য এখন কি আমাদের জীবন দিতে হবে : বিন ইয়ামিন মোল্লা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) তফসিল ঘোষণার দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এর আগে গত বৃহস্পতিবার (১৭ জুলাই) এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। রোববার (২০ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা।
এ ব্যাপারে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রজনতার প্রাণের দাবি ছিল ডাকসু। কিন্তু আজ ১০ মাসের বেশি অতিবাহিত হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু দিতে পারেনি। আমরা অনেক আন্দোলন, সংগ্ৰাম, অনশন করে ডাকসু কমিটি ঘোষণা করিয়েছি। এখন কি তফসিলের জন্য আবার জীবন দিতে হবে?
তিনি বলেন, একটা রাজনৈতিক গোষ্ঠী জাতীয় নির্বাচন চাইলেও ডাকসুর কথা বললে তাদের মুখ কালো হয়ে যায়। তারা চায় ডাকসু জাতীয় নির্বাচনের পরে হোক। বিন ইয়ামিন মোল্লা বলেন, আমাদের এ অবস্থান কর্মসূচি তফসিল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত চলবে। আজ আমরা ডাকসু তফসিল ঘোষণা নিয়েই ফিরব।
আরও পড়ুন
মন্তব্য করুন