লালমনিরহাটে রবি মৌসুমের আগাম সবজি চাষে ঝুঁকছেন কৃষক

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে খরিফ মৌসুমের পর এবার রবি মৌসুমের আগাম সবজি চাষে নতুন করে আশায় বুক বাঁধছেন কৃষকরা। জেলার বিভিন্ন এলাকায় রবি মৌসুম শুরুর আগেই মাঠে নেমে পড়েছেন তারা। যদিও মৌসুম শুরু হতে এখনও প্রায় তিন মাস বাকি তবুও আগাম জাতের সবজি ফলাতে ব্যস্ত হয়ে উঠেছেন চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের পরামর্শে ভালো ফলনের আশা করছেন তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বছরে প্রধানত খরিফ ও রবি দুই মৌসুমে সবজি চাষ হয়। খরিফ মৌসুমের সবজি উত্তোলন এখনও শেষ হয়নি। এরমধ্যেই চাষিরা আগাম রবি মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মাঠজুড়ে তৈরি হচ্ছে বীজতলা। যার বেশিরভাগেই লাগানো হচ্ছে শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা, গাজর, লালশাকসহ নানা সবজির বীজ।
কৃষকরা জানান, আগাম সবজি চাষে লাভ যেমন বেশি, ঝুঁকিও তেমনি রয়েছে। বিশেষ করে বীজতলার সময় অতিবৃষ্টি কিংবা অতিরিক্ত গরমে ফলন নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের চাষি রহমত আলী জানান, বীজতলার জন্য উঁচু জমি বাছাই ও পানি নিষ্কাশনের ব্যবস্থাসহ ছাউনি তৈরিতে বাড়তি খরচ হলেও ফলন ভালো হলে লাভও হয় বেশি।
আরও পড়ুনতিনি আরও জানান, লালমনিরহাটের সবজির দেশের বিভিন্ন জেলায় ভালো চাহিদা রয়েছে। তাই কৃষকেরা রবি মৌসুমকে কেন্দ্র করে আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছেন। জানা যায়, জেলার শিয়ালখাওয়া, চাপারহাট, ভোটমারী, দৈখাওয়া, সিঙ্গিমারী, কুমড়িরহাট, চন্দনপাট, বড়কমলাবাড়ী, হাজীগঞ্জ, চন্ডীমারি, কর্ণপুর, দুড়াকুটি, ফুলগাছ ও কোদালখাতাসহ অনেক এলাকাতেই বছরে বারো মাস সবজি চাষ হয়।
তবে রবি মৌসুমে এসব এলাকার উৎপাদন আরও বেশি হয়। সবমিলিয়ে লালমনিরহাটে রবি মৌসুমের আগাম সবজি চাষকে ঘিরে যেমন কর্মচাঞ্চল্য তৈরি হয়েছে তেমনি কৃষকের মুখে আশার হাসিও ফুটেছে।
মন্তব্য করুন