সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মান্নানের দাফন সম্পন্ন

রায়গঞ্জ, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়শ-সলঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল মান্নান তালুকদার বাধ্যর্কজনিত কারণে ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্নীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গত দুইদিনে পৃথক পৃথকভাবে ৫টি স্থানে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। প্রথমে গতকাল শুক্রবার বাদ আসর ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, এরপর আজ শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় তাড়াশের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে, ১২টায় সলঙ্গা থানার ধুবিলে আয়শা ফজলার স্কুল মাঠে, বাদ যোহর রায়গঞ্জ উপজেলার ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে ও বাদ আসর সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে জানাযা নামাজ শেষে সিরাজগঞ্জ মালশাপাড়া কবরস্থানে দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
আরও পড়ুনজানাযা নামাজে অংশগ্রহণ করেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এড. শাহিন শওকত, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, মরহুমের ছেলে জেলা বিএনপির সদস্য রাহিত মান্নান লেলিন, আমিনুল ইসলাম বারী তালুকদারসহ কেন্দ্রীয়, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়নসহ সকল সহযোগী নেত্রীবৃন্দ এবং নানা পেশাজীবীর হাজারো মানুষ।
মন্তব্য করুন