ভিডিও সোমবার, ২১ জুলাই ২০২৫

বগুড়ার ধুনটে রাস্তায় মাদক বিক্রির সময় দুইজন গ্রেফতার

বগুড়ার ধুনটে রাস্তায় মাদক বিক্রির সময় দুইজন গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে মাদক বিরোধী পৃথক অভিযানে দিনের বেলায় রাস্তায় দাঁড়িয়ে মাদক দ্রব্য বিক্রির সময় পুলিশের তালিকাভূক্ত একাধিক মাদক মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নলডাঙ্গা গ্রামের বদি সরদারের ছেলে বাবু সরদার (৩০) ও ধুনট সদরপাড়ার বাদশা মিয়ার ছেলে ফেরদৌস হোসেন (৩৫)। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা সদরের কুঠিবাড়ি হেলিপ্যাড এলাকা থেকে ২শ’ গ্রাম গাঁজাসহ বাবু সরদারকে এবং ধুনট পৌর এলাকার সদরপাড়া থেকে ১৬পিস ইয়াবা ট্যাবলেট সহ ফেেেদৗস হোসেনকে গ্রেফতার করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবু সরদার ও ফেরদৌস পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা এলাকার পথে প্রান্তরে ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে আসছে। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগ করে সেবনকারীদের কাছে মাদক দ্রব্য পৌছে দেয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে মাদক দ্রব্য বিক্রয়কালে পুলিশ তাদের গ্রেফতার করে।

আরও পড়ুন

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। এছাড়া ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বাবু সরদারের বিরুদ্ধে ধুনট ও কাজিপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ২টি এবং ২০২০ সালে ফেরদৌস হোসেনের বিরুদ্ধে ধুনট থানায় ১টি মাদক মামলা রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গাঁজা ও হেরোইনসহ দুই জনকে গ্রেফতার করে আজ শনিবার (১৯ জুলাই) দুপুরের পর বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া নন্দীগ্রামে নিজ বাড়ি থেকে আ’লীগ নেতা গ্রেফতার

তিস্তা সেচ ক্যানেলে বাঁধ বিধ্বস্ত হয়ে ৯০ একর আমন ক্ষেত পানির নিচে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক এপিপি এড. মিজান গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের বাড়ছে নদীর পানি অতিবৃষ্টিতে আক্রান্ত ১৩শ বিঘা জমির ফসল

রংপুরে ২১টি যানবাহনের ৪৫ হাজার টাকা জরিমানা

বগুড়া ফুলবাড়ীর শাকিল হত্যা মামলার আসামি রাজু ঢাকায় গ্রেফতার