রংপুরের কাউনিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন, নারী গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : কাউনিয়ায় চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে চাচাতো ভাই খুন হয়েছে। উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ একতাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার (১৯ জুলাই) নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত মাসুদার রহমান (৪৫) উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
আজ শনিবার (১৯ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ। তিনি বলেন, জমিজমা বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযান চালিয়ে একতারা বেগম নামে মামলার এজাহার নামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আব্দুল লতিফ শাহ বলেন, মাসুদার রহমানের সঙ্গে তার আপন চাচা আব্দুল লতিবের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমির বিষয়ে আদালতে মামলাও রয়েছে। ১৮ জুলাই শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে নাজিরদহ একতাব্রিজ এলাকায় যায় মাসুদার। সেখানে গিয়ে দেখতে পান বিরোধপুর্ন জমির উপর প্রতিপক্ষ চাচা লতিব ঘর নির্মাণ করছে। মাসুদার এর প্রতিবাদ করলে মাসুদারের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় লতিব তার পরিবারের সদস্যরা।
আরও পড়ুনবাকবিতন্ডার একপর্যায়ে লতিবের ছেলে সাইফুল তার হাতে থাকা ধারালো অস্ত্র (পাটকাটা হাচুয়া) দিয়ে মাসুদারের ঘাড়ে কোপ দেয়। ধারালো অস্ত্রের আঘাতে মাসুদার মাটিতে পড়ে যায়। পরে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় মাসুদারকে উদ্ধার করে রাতেই কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের বড়ভাই মাসুম মিয়া বাদি হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত মাসুদারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। শনিবার মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। হত্যাকান্ডে জড়িত সাইফুল ইসলামের স্ত্রী একতারাকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডে জড়িত অন্যদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন