ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

বগুড়ার উন্নয়নের আইটি পার্ক নির্মাণের দাবি

শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকার ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও আলোচনা সভায়

স্টাফ রিপোর্টার: বগুড়ার উন্নয়নের আইটি পার্কের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী। তিনি বলেন, আমাদের পাশের দেশ ইন্ডিয়া আইটি সেক্টর থেকে (বিশ্বের) সবচেয়ে বেশি টাকা আয় করছে।


শুক্রবার শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকার ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও আলোচনা সভায় অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন একথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়।

মোশাররফ হোসেন বলেন, আমরা কর্মসংস্থানের জন্য শিক্ষিত লোক তৈরী করতে পারি। আইটি বেজ ট্রেনিং সেন্টার করতে পারি। তাহলে অটোমেটিক্যালি কেউ নিজে নিজের ব্যবসা তৈরী করে নিতে পারবে এবং সাবলম্বী হতে পারেব। বগুড়ায় আইটি পার্ক নির্মাণে সর্বাত্মক সহযোগিতার কথা জানিয়ে তিনি বলেন, আমাদের দেশের বেকার এবং আগামী দিনের যেসব শিক্ষার্থীরা বের হয়ে আসবে। তারা আইটি সেক্টরে মনোনিবেশ করবে।


বৃহত্তর বগুড়ার সমিতি ঢাকাকে সঙ্গে নিয়ে বগুড়ার উন্নয়ন কল্পে আমাদের সর্বশক্তি নিয়োগ থাকবে জানিয়ে মোশাররফ হোসেন বলেন, যোগোযোগের বিকল্প কিছু নেই। এটাকে বিস্তৃত করা যায় অর্থাৎ বগুড়ার সাথে যদি সারা বাংলাদেশের সম্পর্ক তৈরী হয়। সেক্ষেত্রে বগুড়ায় কিন্তু ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরী হবে। তিনি বলেন, বগুড়ায় অন্তর্জাতিক বিমান বন্দর প্রয়োজন। আমাদের উত্তরবঙ্গে একটিও বাংলাদেশের অন্তর্জাতিক বিমানবন্দর নেই। বগুড়ার দূরত্ব সিলেটের থেকে অনেক বেশি। আমরা শুধু বগুড়া বিমাবন্দর চাইনা, চাই আন্তর্জাতিক বিমানবন্দর।


বগুড়ার উন্নয়নে প্রিয় অভিভাবক আর ভুল করবেন না জানিয়ে মোশাররফ হোসেন বলেন, আগামী দিনে যদি আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হন। উনি যদি বাংলাদেশের দায়িত্বভার নিতে পারেন। তাহলে বগুড়ার উন্নয়নে আর কাউকে চিন্তা করতে হবে না বলে মনে করি। তবে, তিনি এও জানান, বগুড়ায় বিগতদিনে যতটুকু উন্নয়ন হয়েছে। সব উন্নয়ন তারেক রহমানের জন্যই হয়েছে।

আরও পড়ুন


সিরাজগঞ্জ থেকে বগুড়া রেললাইন অন প্রসেস রয়েছে বলেও মোশাররফ হোসেন জানান। তিনি আরও বলেন,  এটি আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সম্পূর্ন টেন্ডারের কাজ হয়ে যাবে। এখন ল্যান্ড রিকোজিশনের টাকা প্রদানের কার্যক্রম চলছে। আগামী ছয় মাসের ভিতরে রেল শুরু করার যে কার্যক্রম, সেটির পুরোপুরি শুরু হয়ে যাবে। সমিতির সভাপতি ড. মো. কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে সহকারী এ্যাটর্নি জেনারেল মশিহুর রহমান অনুষ্ঠানের সঞ্চালনা করেন। শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিকের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠা শুরু হয়। অনুষ্ঠানে বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকার নতুন কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। মুমূর্ষু অসহায় ও দুস্থ মানব সেবায় বিশেষ অবদান স্বরূপ আমরা বিএনপি পরিবার-এর আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তার পক্ষে থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার প্রতিনিধি দল।

অনুষ্ঠানে আরও বক্তব্যে দেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক ড. এজেডএম মাইদুল ইসলাম, সহ-সভাপতি ড. আবু বক্কর সিদ্দিক, বগুড়া জেলা জর্জ কোর্টের জিপি শফিকুল ইসলাম টুকু, অ্যাডভোকেট শাকিল উদ্দিন, তাহাজ্জদ আলী, আব্দুল আলীম, ডা. মো. ফিরোজ মাহমুদ ইকবাল প্রমূখ।

এছাড়া বগুড়া এবং শিবগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন কোল্ড-প্লের কনসার্টে ভাইরাল হওয়া সিইও

জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সেনাপ্রধান

রংপুরে সড়ক সংস্কারের দাবিতে প্রতীকী গায়েবানা জানাজা

জীবনের বন্দুকের নিশানায় বুবলী!

কাপাসিয়ায় ছুরিকাঘাতে স্কুল দফতরিকে হত্যা

নওগাঁর পোরশায় থানার দালাল মজিদ আটক