ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

যে গানগুলোতে বেশি সাড়া মিলে ইউসুফের

ইউসুফ আহমেদ খান

অভি মঈনুদ্দীন ঃ ইউসুফ আহমেদ খান, এই প্রজন্মের জনপ্রিয় গুনী সঙ্গীতশিল্পী। নজরুল সঙ্গীত পরিবেশন বিশেষভাবে পারদর্শী তিনি। পাশাপাশি বাংলাদেশ-ভারতের আধুনিক গান পরিবেশনেও অনন্য তিনি। তার প্রকাশিত বেশকিছু মৌলিক গানও শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

তবে ইউসুফ সবসময়ই নিজের নতুন নতুন মৌলিক গান প্রকাশেই আগ্রহ প্রকাশ করে এসেছেন। যে কারণে নিজের জন্য তিনি নিজেই মৌলিক গানের কম্পোজিশনও করেছেন। তাতে করে গানের প্রতি যত্ন, ভালোবাসা থাকে শতভাগ। ওস্তাদ ইয়াকুব আলী খানের যোগ্য উত্তরসূরী ইউসুফ আহমেদ খানের কন্ঠে যেসব মৌলিক গান প্রকাশিত হয়েছে এবং যেসব মৌলিক গানের জন্য তিনি বেশি সাড়া পেয়েছেন সেইগান গুলো হচ্ছে ‘একটা স্বপ্ন নিয়ে আয়’ (কথা শাখাওয়াত হোসেন মারুফ, সুর ইউসুফ আহমেদ খান), ‘আমার আকাশ জুড়ে মেঘ দুচোখে শ্রাবণ , শ্যাম তুমি হলে না আপন’ (কথা জামাল রেজা, সুর ইউসুফ আহমেদ খান), ‘অলস সময়’ (কথা শাখাওয়াত হোসেন মারুফ, সুর ইউসুফ আহমেদ খান), ‘আমি চাই তোমাকে’ (কথা ও সুর অভি মঈনুদ্দীন), ‘চাইনা হৃদয় ভেঙ্গে যাক’ (কথা ও সুর অভি মঈনুদ্দীন), ‘সকাল হলো না আমার’ (কথা ও সুর শাখাওয়াত হোসেন মারুফ)’সহ আরো বেশ কয়েকটি গান। এই গানগুলো ছাড়াও ইউসুফ আহমেদ খানের কন্ঠে আরো বেশকিছু মৌলিক গান প্রকাশিত হয়েছে। তবে এই গানগুলোর জন্য তিনি বেশি সাড়া পান। শুধু তাই নয় স্টেজ শো’তে কিংবা টেলিভিশনে সরাসরি গানের অনুষ্ঠানগুলোতেও তিনি এই গানগুলো পরিবেশন করার জন্য অনুরোধও পেয়ে থাকেন। সময় স্বল্পতার জন্য সব অনুরোধ না রাখতে পারলেও চেষ্টা করেন ইউসুফ দর্শক শ্রোতার অনুরোধ রাখতে।

আরও পড়ুন

ইউসুফ আহমেদ খান বলেন,‘ উল্লেখিত গানগুলো ইউসুফ আহমেদ খানকে শ্রোতা দর্শকের মাঝে পরিচয় করিয়ে দিতে কিংবা একজন সঙ্গীতশিল্পী হিসেবে সম্মানীত করে তুলতে, গ্রহনযোগ্য করে তুলতে বিশেষ ভূমিকা রেখেছে। কারণ একজন সঙ্গীতশিল্পীর মূল পরিচয় তার মৌলিক গানে। তো আমার সঙ্গীত জীবনের চলার পথে যারা আমার জন্য গান লিখেছেন, সুর করেছেন আমি তাদের কাছে ঋনী। শ্রদ্ধেয় সাখাওয়াত হোসেন মারুফ ভাইয়ের সকাল হলোনা আমার গানটি দিয়ে সঙ্গীত পরিচালক হিসেবে আমার কাজ করা শুরু। এরপর আরো বহু গান করেছি। মারুফ ভাইয়ের সঙ্গে আমার অনেকটা সময় কেটেছে শুধু গান নিয়ে ভাবনায়। গল্পে আড্ডায় আমরা গানের বাইরে আসলে আর অন্যকিছু নিয়ে ভাবিনি। যে কারণে সুন্দর গানের সৃষ্টি হয়েছে। অভি মঈনুদ্দীন ভাইয়ের লেখা সুর করা গানগুলোও অনন্য সৃষ্টি। তবে কৃতজ্ঞতা শ্রোতা দর্শকের প্রতি। কারণ তারাই আমাকে এতো অনুপ্রেরণা দিচ্ছেন প্রতিনিয়ত। যে কারণে ভালো গান গাইবার সাহস পাই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর বাঘায় ৪ বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট

লালমনিরহাটে রবি মৌসুমের আগাম সবজি চাষে ঝুঁকছেন কৃষক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ছিনতাইকালে এক ব্যক্তি গ্রেফতার

লালমনিরহাটে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয়ের মহাৎসব চলছে

দিনাজপুরে বিদেশি রিভালবার ও ৫ রাউন্ড গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন