ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

বিশ্বনাথে চোলাই মদের আস্তানায় হানা, যুবকের কারাদণ্ড, জরিমানা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:  সিলেটের বিশ্বনাথে মদের আস্তানায় মাদক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের অভিযানে সকুল রবি দাস (২৬) নামের যুবক আটক। সে উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের ধর্মদা গ্রামের (মুচিবাড়ি) এলাকার মৃত গৌরা রবি দাসের পুত্র।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাষক আলাউদ্দিন কাদের।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও  উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সমন্বয়ে যৌথ অভিযানে সকুলের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে সকুলের  বসতঘরে বিশেষ স্থানে লুকানো অবস্থায় ২ লিটার চোলাই মদ ও ৫ লিটার মদ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামাল ও  মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম এলাকাবাসীর উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’র ৩৬/৫ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় সকুল রবি দাসকে দণ্ড প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসছে নিম্নচাপ, টানা বৃষ্টির পূর্বাভাস

সাবেক মন্ত্রী-আমলাসহ ৩৯ আসামি ট্রাইব্যুনালে

আওয়ামী লীগ বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে না : সালাহউদ্দিন

চলে গেলেন সৌদির ‘ঘুমন্ত যুবরাজ’

কারফিউ শেষে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

কারফিউ ভেঙে চলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া