ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

১৭ বছর ধরে একই বাটন ফোন ব্যবহার করছেন জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল

১৭ বছর ধরে একই বাটন ফোন ব্যবহার করছেন জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল

অভিনয় দক্ষতার সঙ্গে সাধারণ জীবনযাপনের জন্যেও আলোচনায় থাকেন জনপ্রিয় মালালায়ম অভিনেতা ফাহাদ ফাসিল। সহজ-সরল জীবনযাপন পছন্দ করেন এই অভিনেতা। এবার আলোচনায় এলেন তার ব্যবহৃত এক পুরনো বাটন মোবাইল ফোনের জন্য।

সম্প্রতি তার নতুন ছবি ‘মলিউড টাইমস’-এর জন্য এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন ফাহাদ। সেই সময় তার একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। যেখানে ফাহাদের চেহারা নয়, বরং নজর কেড়েছে তার হাতে থাকা মোবাইল ফোনটি।

কারণ, এখনকার সময়ে প্রায় সকলের হাতেই আধুনিক স্মার্টফোন দেখা গেলেও ফাহাদের হাতে ছিল একটি পুরনো কিপ্যাড ফোন। দেখতে একদম সাধারণ। কিন্তু, এই ফোনের দাম শুনলে অবাক না হয়ে উপায় নেই। কারণ এই ফোনের দাম প্রায় ১০ লাখ টাকা!

ভারতীয় গণমাধ্যম থেকে পাওয়া তথ্য বলা হয়েছে, ফাহাদ যে ফোনটি ব্যবহার করেন, সেটি তৈরি করেছে ব্রিটেনের একটি দামি মোবাইল কোম্পানি ভার্টু । ফোনটির নাম অ্যাসেন্ট রেট্রো ক্লাসিক । ২০০৮ সালে বাজারে এসেছিল এই ফোনটি, অর্থাৎ এটি এখন প্রায় ১৭ বছর পুরনো।

আরও পড়ুন

তবে পুরনো হলেও ফোনটির দামের কারণ রয়েছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে টাইটেনিয়াম ধাতু (যা অনেক মজবুত), চামড়ার তৈরি মোড়ক এবং তার ওপর বসানো রয়েছে নীল রঙের মূল্যবান পাথর। এতে রয়েছে ব্লুটুথ, জিপিআরএস, এসএমএস ও এমএমএস পাঠানোর সুবিধা।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, ফোনটিতে একটি বিশেষ বোতাম রয়েছে, যার মাধ্যমে পৃথিবীর ১৭০টির বেশি দেশে ২৪ ঘণ্টা ব্যক্তিগত সেবা পাওয়া যায়। সেই বোতাম চাপলেই ঘুরতে যাওয়ার আয়োজন, রেস্তোরাঁয় টেবিল বুক করা, বা টিকিট কাটার মতো কাজ করা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর বাঘায় ৪ বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট

লালমনিরহাটে রবি মৌসুমের আগাম সবজি চাষে ঝুঁকছেন কৃষক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ছিনতাইকালে এক ব্যক্তি গ্রেফতার

লালমনিরহাটে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয়ের মহাৎসব চলছে

দিনাজপুরে বিদেশি রিভালবার ও ৫ রাউন্ড গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন