ভিডিও শনিবার, ১৯ জুলাই ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাটে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার। প্রতীকী ছবি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে মোছা. আরজু বেগম (৫৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার সকাল ৯টায় উপজেলার কশিগাড়ী গ্রামের আফসারাবাদ কলোনীর নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি মৃত আবুল কাশেম ভান্ডারীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে তার ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে রাত ১২টায় আত্মীয় স্বজনরা এসে পরিবারের সকলকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে, আরজু বেগম বাড়ির একটি অব্যবহৃত কক্ষে গিয়ে একটি কাঠের চেয়ার ও দড়ি ব্যবহার করে ঘরের তীরের সাথে আত্মহত্যা করেন।

পরের দিন সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পরে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে লাশ দাফনের অনুমতি প্রদান করেন।

আরও পড়ুন

এ ব্যাপারে ঘোড়াঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে দু’পক্ষের দ্বন্দ্বে বসছেনা ‘বসন বুড়ি মেলা’, তবে কামারপাড়ায় বসবে বড়হাট

সুসময়ে ফারিণ

রংপুরের অনলাইনে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া সুনামগঞ্জের ২ প্রতারক গ্রেফতার

শিলং থেকে কক্সবাজারে ‘নব্য গডফাদার’ এসেছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

শেষের পথে মুসাফির রনি’র ‘জোনাকির আলো’

রংপুরের কাউনিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন, নারী গ্রেফতার