খুলনায় ট্রলিচাপায় প্রাণ গেল বৃদ্ধের

খুলনার পাইকগাছায় ইটবোঝাই ট্রলি চাপায় মোকছেদ গাজী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া ব্রিজের কাছে রাড়ুলি বায়তুল মামুর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোকছেদ রাড়ুলীর বোরহানপুর গ্রামের মৃত মেনু গাজীর ছেলে।
আরও পড়ুনস্থানীয়রা জানান, দুপুরের দিকে বাইসাইকেল নিয়ে পাইকগাছার দিকে যাচ্ছিলেন মোকছেদ। তিনি রাড়ুলি বায়তুল মামুর মসজিদের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি সাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত মোকছেদ। বুকের পাজর ও কোমর ভেঙে যায় তার। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাইকগাছা থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন