ভিডিও শনিবার, ১৯ জুলাই ২০২৫

দিনাজপুর ঘোড়াঘাটে পুলিশের হাতে ভুয়া ডিবি আটক

দিনাজপুর ঘোড়াঘাটে পুলিশের হাতে ভুয়া ডিবি আটক। প্রতীকী ছবি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর ঘোড়াঘাটে আতাউর রহমান নামে এক ভুয়া ডিবিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টায় পৌরসভার আজাদ মোড়ে ঠাকুরগাঁও থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা রাহাবার পরিবহন থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম। সে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানার শিডলি গ্রামের বুলু মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, আটককৃত আতাউর ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিন থেকে নিজেকে ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে আসছে। বিষয়টি দিনাজপুর ডিবি পুলিশ অবগত হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে পৌরসভার আজাদ মোড়ে রাহাবার পরিবহন থেকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ওয়্যারলেস(ওয়াকিটকি) সেট উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন ঘোড়াঘাট থানার ৩ জন এসআই আহনাফ, মনিরুজ্জামান, শফিসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

আরও পড়ুন

বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, দিনাজপুর ডিবি কার্যালয়ের তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তাকে দিনাজপুর ডিবি কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ঘোড়াঘাট থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব

ইরানে যাত্রীবাহী বাস উল্টে ২১ জনের মৃত্যু

আবাসিক হোটেলে অজ্ঞাতনামা শিশু হত্যার রহস্য উদঘাটন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে শুটিং করে মুগ্ধ প্রিয়াঙ্কা

নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধ লটারির টিকিট বিক্রির দায়ে ২ ব্যক্তির জেল

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করেছে চীন