ভিডিও শনিবার, ১৯ জুলাই ২০২৫

ভারত-পাকিস্তান যুদ্ধে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল : ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল : ট্রাম্প, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটির মতো যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মে মাসে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে ওই সংঘাতের অবসান ঘটে। যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পেছনে তার দেশের কৃতিত্ব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

গতকাল শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান কংগ্রেস সদস্যদের সঙ্গে নৈশভোজকালে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে ওই তথ্য জানান। ট্রাম্প বলেন, গত এপ্রিল মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর শুরু হওয়া ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটির মতো যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। মে মাসে যুদ্ধবিরতির হলে ওই পরিস্থিতি শান্ত হয়। তবে ভারত নাকি পাকিস্তান, কোন পক্ষের যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, তা উল্লেখ করেননি ট্রাম্প। ভারত-পাকিস্তান সংঘাত প্রসঙ্গে বিস্তারিত কিছু উল্লেখ না করে ট্রাম্প বলেন, প্রকৃতপক্ষে বিমানগুলোকে আকাশ থেকে গুলি করে নামানো হচ্ছিল। পাঁচটা, পাঁচটা, চার বা পাঁচটা। তবে আমার মনে হয়, পাঁচটা যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল।

পাকিস্তান দাবি করেছে, তারা সংঘাতের সময় ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। অন্যদিকে ভারতের শীর্ষ জেনারেল মে মাসের শেষের দিকে বলেছিলেন, প্রথম দিন বিমানবাহিনীর ক্ষয়ক্ষতির মুখে ভারত কৌশল পরিবর্তন করে এবং তিন দিন পর যুদ্ধবিরতির আগে তারা ভালো অবস্থানে দাঁড়াতে পেরেছিলেন। ভারতের দাবি, তারা পাকিস্তানের ‘কয়েকটি যুদ্ধবিমান’ ভূপাতিত করেছে। তবে ইসলামাবাদ বিমানঘাঁটিগুলোতে হামলার কথা স্বীকার করলেও কোনো বিমান হারানোর কথা অস্বীকার করেছে।

আরও পড়ুন

১০ মে ওয়াশিংটন উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির জন্য ট্রাম্প কৃতিত্ব দাবি করেন। তবে ট্রাম্পের এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে ভারত বলেছে, এ যুদ্ধবিরতি ট্রাম্পের হস্তক্ষেপে হয়নি। মার্কিন বাণিজ্য আলোচনা বন্ধের হুমকিও তাদের অবস্থান বদলায়নি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে কিশোরী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সমাবেশ থেকে হাসপাতালে জামায়াত আমির

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিবন্ধী অটোভ্যান চালক খুন, নদী থেকে লাশ উদ্ধার

চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর

জয়পুরহাটের পাঁচবিবিতে পরিত্যাক্ত জমিতে ড্রাগন চাষ করে সফল শিপলু ও তুষার

১৭ বছর ধরে একই বাটন ফোন ব্যবহার করছেন জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল