এসিসি’র সভা বয়কটের হুমকি ভারতের, অনিশ্চয়তায় এশিয়া কাপ!

স্পোর্টস ডেস্ক : এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক ও অনিশ্চয়তা। পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ২৪ জুলাই ঢাকায়। তবে সভার ভেন্যু নিয়ে আপত্তি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই আপত্তি আমলে না নেয়ার অভিযোগ তুলে সভাটি বয়কটের হুমকি দিয়েছে তারা।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে জানা গেছে, বিসিসিআইয়ের দাবি বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপড়েনের প্রেক্ষিতে ঢাকায় এসিসি সভা আয়োজন উপযুক্ত নয়। তারা ভেন্যু সরিয়ে নেয়ার অনুরোধ করলেও এসিসি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বিষয়টিতে কোনো প্রতিক্রিয়া জানাননি বলেই দাবি ভারতের। এ প্রসঙ্গে এক সূত্র এএনআইকে বলেন, যদি ঢাকা থেকে এসিসি সভার ভেন্যু সরানো না হয়, তবে বিসিসিআই সভা বয়কট করবে। একইসঙ্গে এশিয়া কাপ আয়োজন নিয়েও জটিলতা তৈরি হতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের এশিয়া কাপের আয়োজক ভারত। ছয় দলের এই টুর্নামেন্ট সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে সূচি বা ভেন্যু ঘোষণা করেনি এসিসি। ধারণা করা হচ্ছে, ২৪ জুলাইয়ের বার্ষিক সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল। তবে সভা ভেন্যু নিয়ে বিরোধ প্রকট হওয়ায় পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎই অনিশ্চিত হয়ে উঠেছে। গতবারের মতো এবারও হাইব্রিড মডেল বা বিকল্প ব্যবস্থায় এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনাও আলোচনায় এসেছে। ২০২৩ সালে পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারতের আপত্তিতে টুর্নামেন্টটি হয়েছিল হাইব্রিড মডেলে, ভারতের ম্যাচগুলো হয়েছিল শ্রীলঙ্কায়। একইভাবে চলতি বছরের পাকিস্তানভিত্তিক চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচও স্থানান্তর করে দুবাইয়ে নেয়া হয়।
আরও পড়ুনতবে বর্তমান পরিস্থিতিতে আবারও দেখা দিচ্ছে দ্বন্দ্ব ও অনিশ্চয়তা। বিসিসিআই যদি সত্যিই এসিসি সভা বয়কট করে, তাহলে এবারের এশিয়া কাপের আয়োজন ঘিরে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।
মন্তব্য করুন