ভিডিও শনিবার, ১৯ জুলাই ২০২৫

কেন স্বরাষ্ট্র উপদেষ্টার শরণাপন্ন শাকিবের সিনেমার প্রযোজক!

কেন স্বরাষ্ট্র উপদেষ্টার শরণাপন্ন শাকিবের সিনেমার প্রযোজক, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : আসছে ঈদুল ফিতরে নতুন এক সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এর মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখানো শিরিন সুলতানা। যদিও সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে আনুষ্ঠানিক কর্মকাণ্ড ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এদিকে সিনেমার শুটিং শুরু হওয়ার আগেই প্রযোজক শিরিন সুলতানা সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে।

জানা গেছে, নতুন প্রযোজকদের সিনেমা নির্মাণে নানা ধরণের প্রশাসনিক ও বাস্তব প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। সেই জটিলতা নিরসনে আগেভাগেই সরকারের সংশ্লিষ্ট মহলকে অবহিত করার জন্যই এই সাক্ষাৎ। সাক্ষাতে সিনেমা নির্মাণ ও মুক্তির সময়ের সম্ভাব্য বাধা, পাইরেসি ও নিরাপত্তা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, যার সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। যদিও সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। সিনেমার নাম চূড়ান্ত না হলেও প্রযোজনা প্রতিষ্ঠানসূত্রে জানা যায়, নব্বই দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছেন বহু কুখ্যাত নাম, এ নিয়ে আছে নানা মিথ। সেই সময়ের কিছু ঘটনা উঠে আসবে শিরিন সুলতানা প্রযোজিত শাকিব খানের আগামী ঈদের এই সিনেমায়।

আরও পড়ুন

প্রযোজক শিরিন সুলতানা শাকিব খানকে নিয়ে প্রথম ছবি প্রযোজনা করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রথম আমার ছবি। প্রযোজক হিসেবে এই প্রথম ইন্ডাস্ট্রিতে আসছি, আমার অনুভূতি খুবই চমৎকার যে শাকিব খানকে নিয়ে ছবিটা আমি করতে পারছি। আমার প্রথম ছবি মানেই হচ্ছে মেগাস্টার শাকিব খান।’ শাকিব খানকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘আসলে শাকিব খান এজন্যই যে, আমরা মনে করি যে শাকিব খান মানেই ছবি-সিনেমা হিট। অবশ্যই উনার যথেষ্ট সাধনা, যথেষ্ট প্রচেষ্টায় আজকে এ জায়গায় এসেছেন।’

গল্পের সঙ্গে শাকিব খান দারুণ মানানসই বলেও জানান এই নতুন প্রযোজক। তার কথায়, ‘আসলে আমাদের যে গল্প সে গল্পের সাথে শাকিব খানকে একদম ভালো যাচ্ছে। আমাদের চিন্তা-চেতনায় আমরা ভাবছি উনি খুব ভালো করবেন। সে জায়গা থেকে আমরা ভেবেছি। বুঝতেই পারছেন শাকিব খানের সঙ্গে ছবি করার আগ্রহ সবারই থাকে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছর ধরে একই বাটন ফোন ব্যবহার করছেন জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল

আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির

চকরিয়ায় এনসিপির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন: হান্নান মাসউদ

দিনাজপুরের ঘোড়াঘাটে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতি ও জোড়া হত্যা মামলায় আরও একজন গ্রেফতার

জঙ্গিবাদের বিরুদ্ধে জামায়াতই প্রথম রুখে দাঁড়াবেঃ ডা. তাহের