ভিডিও শনিবার, ১৯ জুলাই ২০২৫

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতা শোকজ

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতা শোকজ

খুলনায় একটি মেলার আয়োজকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর কমিটির সদস্য সচিব জহুরুল ইসলাম তানভীর ও মুখ্য সংগঠক সাজ্জাদুল ইসলাম আজাদকে শোকজ করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।

গতকাল সোমবার (৭ জুলাই) রাতে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে দুই নেতাকে পাঠানো শোকজের চিঠি প্রকাশ করা হয়। এতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে, যা সংগঠনের ভাবমূর্তির জন্য হানিকর।

শোকজ পত্রে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব না দিলে সংগঠনের পক্ষ থেকে একতরফা সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩৬ সেকেন্ডের একটি অডিও ক্লিপে মেলার আয়োজকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করতে শোনা যায় সাজ্জাদুল ইসলাম আজাদকে। ক্লিপে আয়োজক মন্টু মিয়াকে বলতে শোনা যায়, আমার কাছে দুই লাখ টাকা রেডি আছে। উত্তরে আজাদ বলেন, আমি পারব সবাইকে ঠান্ডা করতে। যদি ১০ টাকা দেন, কেউ ঘুরেও তাকাবে না।

আরও পড়ুন

মেলার আয়োজক মন্টু মিয়া বলেন, ওটা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মেলা ছিল। পুলিশের মেলা হলেও আমার কাছে ১০ লাখ টাকা চেয়েছে। শেষমেশ ৩ লাখ দিয়ে ঠান্ডা করেছি। তাও মেলায় বড় লোকসান হয়েছে।

অভিযোগ অস্বীকার করে আজাদ ও তানভীর দাবি করেছেন, এটি ‘ষড়যন্ত্র’ ও ‘অডিও এডিট করে’ তাদের ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। তাদের ভাষ্য, মেলার মূল আয়োজক মন্টু মিয়া একজন প্রতারক, এবং তার দেওয়া অডিও ক্লিপ বিশ্বাসযোগ্য নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা ইমানি দায়িত্ব : প্রিন্স

২৫ উপজেলায় ন্যূনতম ভোটার দেখাতে পারেনি এনসিপি

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে ১৩ শহিদের নামে ১৩টি বৃক্ষরোপণ

জামায়াতকে ‘নাম পরিবর্তনের পরামর্শ’ ফরহাদ মজহারের

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৫১

ভরা বর্ষাতেও খরায় পুড়ছে বোদা : আমন চাষিরা বিপাকে