ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

রংপুরের তারাগঞ্জে মাদকসেবীর জেল-জরিমানা

রংপুরের তারাগঞ্জে মাদকসেবীর জেল-জরিমানা। প্রতীকী ছবি

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : তারাগঞ্জে মাদক সেবনের দায়ে লোকমান হোসেন (৩৯) কে জেল ও জরিমানা করা হয়েছে। আজ রোববার (৬ এপ্রিল) গোপনে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা ভ্রাম্যমাণ আদালত এ সাজা দিয়েছেন। জেল ও জরিমানা প্রাপ্ত মাদকসেবনকারী উপজেলা ইকরচালি ইউনিয়নের কাঁচনা শাহপাড়া গ্রামের মৃত রাহমোতুল্লাহর ছেলে লোকমান হোসেন।

আদালত সূত্র জানায়, লোকমান হোসেন অত্র এলাকায় দীর্ঘদিন থেকে মাদক সেবন করে যুব সমাজকে নষ্ট করছে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেছে। গোপনে খবর পেয়ে গতকাল বোরবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা লোকমান হোসেনের বাড়িতে গিয়ে উপস্থিত হন।

আরও পড়ুন

এসময় মাদক সেবনরত লোকমান হোসেনকে আটক করলে তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক সেবনের দায়ে লোকমান হোসেনকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ’ টাকা জরিমানা করে জেল হাজতে প্রেরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা জানান, মাদকদ্রব্য সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করা হচ্ছে এতে করে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার