জয়পুরহাটের ক্ষেতলালে প্রকাশ্য মুজিব কোট পুড়লেন এক ইউপি সদস্য, আ’লীগ থেকে পদত্যাগ

ক্ষেতলাল ও কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করতেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউপি সদস্য রেজাউল করিম। গত ৫ আগস্টের পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
এরইমধ্যে আজ রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে তাৎক্ষণিক বাজারের ভেতর গায়ের মুজিব কোট খুলে নিজের পকেটে থাকা গ্যাসলাইট দিয়ে আগুন ধরিয়ে দেন তিনি। এসময় তিনি পাগলের মতো চিৎকার করতে করতে বলেন, ‘আজ আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলাম।’
মুজিব কোট পুড়িয়ে দেওয়া রেজাউল করিম উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি মামুদপুর ইউপি সদস্যও। মুজিব কোট পুড়িয়ে দেওয়া রেজাউল করিম বলেন, দল করতে গিয়ে অনেক অপদস্ত, অপমানিত ও লাঞ্ছিত হয়েছি।
আরও পড়ুনগত ৫ আগস্টের পর আমার আর এ দল ভালো লাগে না। আর কোনদিন আওয়ামী লীগের নাম মুখেও নেব না। তাই প্রকাশ্য দিনের বেলায় মুজিব কোট পুড়িয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম।
মন্তব্য করুন