যেকোনো বয়সে মানুষের হাম রুবেলা হতে পারে - ডা: বিধান

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : শিশু ছাড়াও যেকোনো বয়সের মানুষের হাম রুবেলা হতে পারে। তবে শিশুদের মধ্যে হাম রুবেলার প্রকোপ বেশি। জটিলতা এবং মৃত্যু বেশি দেখা দেয় শিশুদের। তাই হাম রুবেলা হতে মুক্তি পেতে নিয়মিত টিকাদানের কোন বিকল্প নেই। হাম রুবেলা জটিলতার মধ্যে নিউমনিয়া, অপুষ্টি, অন্ধত্ব, ডায়েরিয়া ও বধিরতা অন্যতম। ৯ মাস থেকে শুরু করে ১০ বছরের কমবয়সী সকল শিশুকে টিকা নিতে হবে।গতকাল রোববার সকালে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রুবেলা ক্যাম্পেইন পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: বিধান চন্দ্র দেবনাথ এ সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা: হারুন আল মাকসুদ, মেডিকেল অফিসার ডা: জয়ন্ত দেবনাথ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) এস এম হাসমত আলী, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুল মান্নান, এইচএ হালিমা খাতুন, আব্দুল কাদের প্রমুখ।