কানাডায় বর্তমানে ৬৭ দশমিক ৭৬ শতাংশ নাগরিক পুরোপুরি ভ্যাকসিন নিয়েছে এবং এক ডোজ নিয়েছে ৭৪ শতাংশ। বাকীদেরকে উদ্ভূত করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এরমধ্যে অ্যালবার্টা প্রদেশ ঘোষণা দিয়েছে, যারা উভয় ডোজ নিয়েছেন, প্রতি মাসে লটারির মাধ্যমে তাদের মধ্যে একজন করে ১ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। শুধু ঘোষণাই নয়; ইতিমধ্যে তা কার্যকর হয়েছে এবং দুই ব্যক্তি পুরস্কৃত হয়েছেন। সিবিসি থেকে এই খবর জানা যায়।
আগস্ট মাসের প্রথম লটারি বিজয়ী হলেন ল্যাংডনের একজন অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ ট্রেসি ম্যাকিভর এবং সেপ্টেম্বর মাসে দ্বিতীয় পুরস্কার অর্জন করেন এ্যামি জি’স নামে ক্যালগারি শহরের এক ভদ্র মহিলা। অ্যালবার্টার প্রিমিয়ার জন কেনি উভয়কেই ভিডিও কলে অভিনন্দন জানান। জনগণকে কোভিড-১৯ ভ্যাকসিন নিতে উৎসাহিত করার জন্য বাংলাদেশি টাকায় ৬ কোটি ৮০ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হচ্ছে। তবে এই লটারি কয় মাস ধরে চলবে তা প্রাদেশিক সরকার জানায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।