অভি মঈনুদ্দীন : সিঁথি সাহা, প্রজন্মের শ্রোতাপ্রিয় নন্দিত সঙ্গীতশিল্পী। দু’বছর আগে থেকে তিনি ‘স্থাপত্য কনস্ট্রাকশন ফার্ম’র চেয়ারম্যান হিসেবে কাজ করছেন তিনি। সিঁথি গান করেন সাধারণত মনের তৃপ্তি, শ্রোতা দর্শকের ভালোবাসার জন্য। এখান থেকে অর্জিত অর্থ থেকে যে তার জীবন জীবিকা নির্বাহ করতে হয়, এমনটি নয়। গানের প্রতি অদম্য ভালোবাসা থেকেই ছোটবেলা থেকেই তিনি গান শিখে আসছেন। এখনো শিখছেন তিনি। গেলো মাসে হাবিবের সঙ্গে হাবিবেরই ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘পরী’ শিরোনামের একটি গান। আলী বাকের জিকো’র গীতি কবিতায় হাবিবের সুর সঙ্গীতে ‘পরী’ শিরোনামের এই গানটি বেশ ভালো শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তবে সিঁথি জানান আরো বেশকিছু নতুন গান তিনি করেছেন। যেগুলো একে একে প্রকাশ পাবে। তারমধ্যে কানাডায় বসবাসরত মাস্টার ডি’র কথা ও সুরে তারই সঙ্গে একটি দ্বৈত গান প্রকাশ পাবে। একটি বিগ বাজেটের একটি গান।
সিঁথি জানান সোমেশ্বর অলি’র কথায় সাজিদ সরকারের সুর সঙ্গীতে, গাজী মাজহারুল আনোয়ারের লেখায় অপু আমানের সুর সঙ্গীতে, সাফকাত আমান আলীর লেখা, সুরে একটি হিন্দী গান, সাফকাত আমান আলী লেখাও-অদিতের সুরে হিন্দী ভার্সন, বাংলা ভার্সন ( লেখা: লুৎফর হাসান) সাফাকাত আমান আলী’র সঙ্গে দ্বৈত গান প্রকাশের অপেক্ষায়। সিঁথি সুমন ধরের ‘ফেরা’ ওয়েব ফিল্মে দুটি গান গেয়েছিলেন। আর সিনেমার গান প্রকাশের অপেক্ষায় আছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ ও বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমার। প্রহেলিকার গানের সুর করেছেন আকাশ মাহমুদ ও লাল শাড়ি’র গানের সুর করেছেন ইমন সাহা।
নিজের ব্যস্ততা ও গান গাওয়া প্রসঙ্গে সিঁথি সাহা বলেন,‘ আমি গান গাই ছোটবেলা থেকেই মনের তৃপ্তির জন্য। একটা সময় এসে একজন সঙ্গীতশিল্পী হিসেবেই আমার পরিচয় শুরু। তবে এটা সত্যি গান গাই আমি মনের তৃপ্তির জন্য। শ্রোতা দর্শকের গান, গায়কী ভালোলাগলেই আমার শান্তি। কিছুদিন আগে স্থাপত্য কনস্ট্রাকশন ফার্মের চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করেছি। এখন এখানে সময় দেবারও চেষ্টা করছি। সবমিলিয়ে আসলে জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি।’ এদিকে সিঁথি জানান, বিগত বেশ কয়েকবছর যাবত তিনি একটি জটিল রোগে আক্রান্তও ছিলেন। সেখান থেকে তিনি এখন অনেকটাই সেরে উঠেছেন। সিঁথি’র প্রথম অ্যালবাম ছিলো কল্পনা। সিনেমাতে তিনি প্রথম প্লে-ব্যাক করেন ‘কিং খান’ সিনেমায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।