বঙ্গবন্ধুর জন্মদিনে গানে মুগ্ধতা ছড়ালেন প্রদ্যুৎ

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩, ০১:৫৯ রাত
আপডেট: মার্চ ১৯, ২০২৩, ০১:৫৯ রাত
আমাদেরকে ফলো করুন

বিনোদন প্রতিবেদক: গেল ১৭ মার্চ ছিল বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। জন্মদিনেই সাভারের লাজপল্লীতে ‘প্রয়াস’ গ্রুপের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের ১০৩’তম জন্মদিন উদযাপন ও প্রয়াস গ্রুপের ১০০০ জন মেম্বার দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই ১০০০ জনের দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপনের পরিকল্পনা ‘প্রয়াস’ গ্রুপেরই ব্যবস্থাপনা পরিচালক, তালুকদার লেদার গুডস’র চেয়ারম্যান ও দৈনিক স্বাধীন বাংলার ব্যবস্থাপনা সম্পাদক প্রদ্যুৎ কুমার তালুকদার।

দিন্যবাপী জাতির পিতার জন্মদিনে নানান ধরনের আয়োজন থাকে। একটি পর্বে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বে মঞ্চে ডেকে নেয়া হয় প্রদ্যুত’কে। উপস্থিত সকলেই প্রদ্যুৎ’কে গান গাওয়ার ব্যাপারে ভীষণ উৎসাহ দেন। যে কারণে একসময় মঞ্চে উঠে প্রদ্যুত ধামাইল গান ‘প্রেম কলঙ্কের মালা’ পরিবেশন করেন। যতোক্ষণ পর্যন্ত প্রদ্যুত গান পরিবেশন করেন ততোক্ষণ পর্যন্তই পুরো অনুষ্ঠানজুড়ে আনন্দ উচ্ছাস ছড়িয়ে পরে।

একটি গান পরিবেশনের পর আবারো গানের অনুরোধ আসার কারণে প্রদ্যুত বাউল সম্রাট শাহ আবব্দুল করিমের গান ‘বন্ধুরে কই পাব সখিগো’ গানটি পরিবেশন করেন। এই গান পরিবেশনের সময় যেন উচ্ছাস আরো বেশি ছড়িয়ে পরে। প্রদ্যুৎ বলেন, ‘সত্যি বলতে কী গান গাওয়ার জন্য যে রেওয়াজ করতে হয়, সেটা কিন্তু করার সময় হয়ে উঠে না আমার। তবুও যেহেতু আমার প্রতিষ্ঠানেরই পিকনিক ও মিলন মেলা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে। তাই সকলের অনুরোধে গান পরিবেশন করেছি।

দেখলাম যে সবাই আমার গায়কী বেশ উপভোগ করেছে। আমি নিজেও সকলের উপস্থিতিতে গান গেয়ে বেশ পুলকিত হয়েছি। ধন্যবাদ আমার প্রতিষ্ঠানের সবাইকে, ভীষণ ভালোলাগা নিয়ে, আনন্দ নিয়ে এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। সত্যি বলতে কী বছরজুড়েই তো আসলে তারা শ্রম দিয়ে থাকে, আমার প্রতিষ্ঠানের কল্যাণেই কাজ করে থাকে। তো তাদের ভালোলাগা মন্দলাগার দিকেও আমাকে দৃষ্টি দিতে হয়।

সবার ভালোলাগার কথা বিবেচনা করেই জাতির পিতার জন্মদিনে এই আয়োজন করেছি। সবাই খুশি মনে বাড়ি ফিরেছে। এটাই আমার পরম শান্তির।’ উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় প্রদ্যুৎ শর্মিলা ঠাকুরের হাত থেকে ‘বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স ২০২৩’ সম্মাননা গ্রহণ করেন। দেশের বিভিন্ন সেক্টরে তার প্রতিষ্ঠানের বিনিয়োগ এবং শিল্পমনা একজন মানুষ হিসেবে তিনি এই সম্মাননায় ভূষিত হন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়