ফেরদৌস আরা’য় মুগ্ধ ইতি সাহিনা

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৭:২৫ বিকাল
আপডেট: মার্চ ১৮, ২০২৩, ০৭:২৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

অভি মঈনুদ্দীন : ইতি সাহিনা, একজন নজরুল সঙ্গীত ও আধুনিক গানের শিল্পী। গানে যথাযথভাবে নিজেকে শিক্ষিত করে তুলেই গানের ভুবনে নীরবে নিভৃতে হেঁটে চলেছেন এই সঙ্গীতশিল্পী। ছায়ানটে আট বছরের নজরুল সঙ্গীতের কোর্স সম্পন্ন করার পাশাপাশি জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফেরদৌস আরার গান শেখার প্রতিষ্ঠান ‘সুরসপ্তক’-এও দীর্ঘদিন গান শিখেছেন তিনি।

২০১০-এ ‘চ্যানেল আই সেরাকন্ঠ’তে শীর্ষ ত্রিশ-এ ছিলেন তিনি। কিন্তু তবুও থেমে থাকেননি সাহিনা। গানের ভুবনের পথচলায় তাকে যে মানুষটি সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়ে থাকেন সবসময় তিনি হলেন ফেরদৌস আরা। গেলো শুক্রবার ‘সুরসপ্তক’-এরই একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে দেখা হয় তার ভীষণ প্রিয় ফেরদৌস আরার সঙ্গে। দেখা হবার সাথে সাথেই সাহিনাকে কাছে ডেকে নেন এবং গান নিয়ে তার যতো খবর সব জানতে চান।

ফেরদৌস আরা বলেন,‘ একজন সঙ্গীতশিল্পী হিসেবে সাহিনার যেখানে থাকার কথা ছিলো, সেখানে নেই সাহিনা। ভীষণ কষ্ট হয় আমার মাঝে মাঝে। যারা সত্যিকার অর্থেই ভালো গান গায় তারা কেন, কী কারণে যে পিছিয়ে যায়, জানা নেই আমার। তবে আমি চাই সাহিনার মতো শিল্পীদের সামনে এগিয়ে নিয়ে আসা হোক। চ্যানেলগুলো যেন তাদের সহযোগিতা করেন এগিয়ে যাবার পথে। সংবাদ মাধ্যমও যেন তাকে সাহস দেয়। সাহিনার জন্য আমার সবসময়ই অনেক অনেক শুভ কামনা।’

সাহিনা বলেন, ‘ফেরদৌস আরা আপা আমাকে ভীষণ স্নেহ করেন। তার গানের প্রতিষ্ঠান সুরসপ্তকের যখনই কোনো অনুষ্ঠান থাকে, তিনি আমাকে যেতে বলেন। এ কারণেই শুক্রবার তার অনুষ্ঠানে যাওয়া এবং আনন্দঘন সময় কাটানো। প্রিয় এই মানুষ, প্রিয় এই ব্যক্তিত্বের সঙ্গে সময় কাটাতে আমার নিজের ভেতর সবসময়ই ভীষণ ভালো লাগা কাজ করে। আমি তার গানে, তার হাসিতে, তার ব্যবহারে, তার ব্যক্তিত্বে সবসময়ই মুগ্ধ থকি।’

ইতি সাহিনার প্রথম অ্যালবাম ছিলো দেশের গানের অ্যালবাম ‘লাল সবুজের অহংকার’। পরবর্তীতে তার আদুনিক গানের অ্যালবাম ‘দূরবীণে চোখ’ প্রকাশিত হয়। নজরুল সঙ্গীতের গানের অ্যালবাম এবং আধুনিক গানের অ্যালবামে তার গানে মুগ্ধ হন শ্রোতারা। ‘এলোমেলো ব্যস্ত টার্মিনাস’ শিরোনামের একটি গান বাপ্পা মজুমদারের সঙ্গে বেশ শ্রোতাপ্রিয়তা পায়। এছাড়াও কুমার বিশ্বজিৎ’র সঙ্গে ‘পোস্টমাস্টার ৭১’ সিনেমার প্লে-ব্যাকও তাকে আরো একধাপ সামেন এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। সাহিনার স্বামী তাহসিন হক। তার দুই সন্তান আফনান ও আনিসা। 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়