‘আসিফ আকবরের সঙ্গে গান করার প্রশ্নই আসে না’-ন্যানসি

প্রকাশিত: আগস্ট ০৪, ২০২২, ১১:১৫ রাত
আপডেট: আগস্ট ০৪, ২০২২, ১১:১৫ রাত
আমাদেরকে ফলো করুন

করতোয়া ডেস্ক : সংগীত তারকা আসিফ আকবর ও নাজমুন মুনিরা ন্যানসির মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। আসিফের বিরুদ্ধে মামলা করেছিলেন ন্যানসি। সেই মামলাকে কেন্দ্র করে একে-অপরের বিরুদ্ধে নানান কথা বলেছেন তারা। এখনো মামলাটি চলমান রয়েছে। এর মধ্যেই কিছুদিন আগে আসিফ জানালেন, ন্যানসির সঙ্গে তার সমস্ত দ্বন্দ্ব মিটে গেছে। ন্যান্সির সঙ্গে একটি ছবি ফেসবুকে দিয়ে আসিফ লিখেছিলেন, ন্যান্সি আমাকে বলল, ভাইয়া আমি রাগ কমিয়ে ফেলেছি, আপনিও রাগ কমিয়ে ফেলেন। সাথে সাথেই রাজি হয়ে গেলাম। কিন্তু ন্যানসির কাছে পাওয়া গেল ভিন্ন তথ্য। তিনি জানালেন, জটিলতা এখনো শেষ হয়নি। কারণ তিনি নিজের প্রাপ্য অধিকার পেতে চান। ন্যান্সি ফেসবুকে লিখেছেন, আমার সর্বকনিষ্ঠ কন্যাকে দেখা উপলক্ষে অনেক তারকার মত আমন্ত্রিত ছিলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। শিল্পী আসিফ আমাদের সবার প্রিয় কিন্তু ওনার আমার সাথে করা পূর্বের ধারাবাহিক মিথ্যে, অন্যায় কথা কোনোভাবেই আমার কাছে ক্ষমার যোগ্য নয়। নিরুপায় আমি আইনের দ্বারস্থ হওয়ার পর বাকি বিষয় চলমান আদালতের বিচার প্রক্রিয়া যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। ন্যান্সি আরো বলেন, আসিফ আকবরের সঙ্গে ডুয়েট অ্যালবাম করার প্রস্তাব কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসেনি, এলেও করার প্রশ্নই আসে না। যথেষ্ট জল ঘোলা হয়েছে, আর নয়। আসিফ আকবরের আমার সঙ্গে গান প্রকাশের ইচ্ছে থাকলে সেটা একান্তই তার নিজস্ব ইচ্ছে, আমার নয়। আমি আমার পূর্বের অ্যালবামের প্রাপ্য সম্মানী ফেরত চাই, সস্তা পাবলিসিটি নয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়