ঢাকা বিশ্ববিদ্যালয়: এবার শিক্ষার্থীদের পুনঃভর্তি ২ লাখ টাকা নিজের কাছে রেখে দেওয়ার কারণে শাস্তি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক কর্মকর্তা।
বুধবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।
শাস্তি পাওয়া কর্মকর্তা হলেন-ইংরেজি বিভাগের প্রধান সহকারী-কাম কম্পিউটার অপারেটর মাহবুব আলম। তার বিরুদ্ধে বিভাগের ৪৮ জন ছাত্র-ছাত্রীর কাছ থেকে পুন:ভর্তির ২ লাখ ১৬ হাজার টাকা গ্রহণ করে সংশ্লিষ্ট বিভাগের ব্যাংক একাউন্টে জমা না দিয়ে নিজে গ্রহণ করার অভিযোগ আনা হয়।
বিভাগ জানায়, বিষয়টি নিয়ে বিভাগ কর্তৃক পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং মাহবুব আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পরে সেই টাকা ইংরেজি বিভাগের একাউন্টে জমা দেন মাহবুব এবং এটিকে ভুল উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করেন।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার একজন সদস্য বলেন, বিভাগের চেয়ারম্যান কর্তৃক এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করলে সিন্ডিকেট তার পদাবনতির সিদ্ধান্ত নেয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।