রিসাত রহমান, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) অধ্যাপক হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার। তিনি ইন্সটিটিউটের প্রথম অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। গত ৯ জানুয়ারি ২০২২ রবিবার থেকে তিনি অধ্যাপক হিসেবে যোগদান করেছেন।
তিনি ৪০ বছর বয়সে অধ্যাপক নিযুক্ত হয়েছেন। দীর্ঘ ১৬ বছরের শিক্ষকতার জীবনে বিভিন্ন সময়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। একইসাথে বর্তমানে তিনি জবির একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষক নিযুক্ত আছেন। এর আগে তিনি আধুনিক ভাষা ইন্সটিটিউট জবির প্রথম পরিচালক ছিলেন। আধুনিক ভাষা ইন্সটিটিউটের বর্তমান পরিচালক জনাব খন্দকার মুন্তাসির হাসান অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকারকে ইনস্টিটিউটের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।