বিএসএমএমইউর ভর্তি পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক: করোনা বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই সেশনের ভর্তি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য এমফিল, এমএমইডি, ডিপ্লোমা ও এমপিএইচ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা এবং ১৭ এপ্রিল অনুষ্ঠিতব্য মাস্টার অব সাইন্স ইন নার্সিং (এমএসএন) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা কর্তৃপক্ষের নির্দেশক্রমে সাময়িকভাবে স্থগিত করা হয়। শিগগিরই এই ভর্তি পরীক্ষাগুলোর পরিবর্তিত নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।