ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়ায় কলেজছাত্রের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়ায় কলেজছাত্রের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার, প্রতীকী ছবি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় নাহুর আহম্মেদ (১৯) নামের এক কলেজ ছাত্রের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে উপজেলা সদরের সাবরেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায়।

জানা গেছে, উপজেলার জিয়ানগর ইউনিয়নের দীঘিরপাড়া গ্রামের প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী নিলুফা ইয়াসমিন এবং তার একমাত্র ছেলে নাহুর আহম্মেদ (১৯) কলেজে পড়ার জন্য উপজেলা সদরের সাবরেজিস্ট্রি অফিস সংলগ্ন বাসায় ভাড়া থাকেন।

নাহুর আহম্মেদ চলতি বছরে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। ঘটনার দিন গত মঙ্গলবার রাত আনুমানিক ১২ টায় মা নিলুফা ইয়াসমিন ছেলের ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করার পরও সে সারা না দেওয়ায় জানালা দিয়ে ফ্যানের সাথে ছেলে নাহুর ঝুলন্ত লাশ দেখতে পান।

আরও পড়ুন

তার চিৎকারে বাড়িসহ আশেপাশের লোকজন এগিয়ে এসে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে। তার আত্মহত্যার কারণ না জানা গেলেও পরিবারসহ স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে ছেলেটি নেশাগ্রস্ত ছিলো।

মায়ের কাছে টাকা দাবি করে না পেয়ে অভিমান করেই আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। থানা অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার জানান, এ ঘটনায় তার মা নিলুফা ইয়াসমিন থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরের চরাঞ্চলের গ্রাহকরা সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে

ঠাকুরগাঁওয়ে লোমহর্ষক দস্যুতা আট লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : জাকির

বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে চাপা পড়ে চায়না শিফট ম্যানেজার নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অর্থ ও মাদকসহ ১০ জুয়াড়ি গ্রেফতার

সিরাজগঞ্জের তাড়াশে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৪