ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

রাজধানীতে বিদেশি পিস্তলসহ আটক ২

রাজধানীতে বিদেশি পিস্তলসহ আটক ২

নিউজ ডেস্ক:  রাজধানীতে গুলিভর্তি দুইটি বিদেশি পিস্তলসহ দুইজনকে আটক করেছে ডিএমপির দারুস সালাম থানা পুলিশ।

গ্রেফতাররা হলো, মো. ওয়াকার পারভেজ ওরফে জীবন ও মো. হাবিবুর রহমান।

মঙ্গলবার (৯ জুলাই) দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (৯ জুলাই) ভোররাত চারটার দিকে শ্যামলী থেকে কল্যাণপুর আসার পথে কল্যাণপুর বাসস্ট্যান্ডের ফুট ওভার ব্রিজ সংলগ্ন হানিফ পরিবহন বাস কাউন্টারের সামনে দুই ব্যক্তিকে সন্দেহ হয়। এ সময় তাদের দুজনকে আটক করা হয়। আটক করা ওয়াকার পারভেজ ওরফে জীবনের শরীর তল্লাশি করে তার কোমরে থাকা দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল ও হাবিবুর রহমানের শরীর তল্লাশি করে পাঁচ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মুঠোফোন জব্দ করা হয়।

আরও পড়ুন

তিনি আরও জানান, গ্রেফতার দুইজন কুষ্টিয়া থেকে পিস্তল দুটি ঢাকায় নিয়ে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে দারুস সালাম থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের দেশজুড়ে বৃষ্টির আভাস

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে মাদ্রাসা সুপার মাওলানা আতাউর রহমান গ্রেফতার

দিনাজপুর পৌরসভার আশি ভাগ সড়কেরই বেহাল অবস্থা

বগুড়ার দুপচাঁচিয়ার নাগর নদে অবাধে চলছে পোনা মাছ নিধন

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর