খুলনায় ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের হেলপার নিহত

অনলাইন ডেস্ক: খুলনায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় আবুল হোসেন (২৮) নামের এক হেলপার নিহত হয়েছেন। গতকাল বুধবার দিনগত রাত ২টার দিকে মহানগরীর ফুলবাড়ীগেট এলাকায় খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়। তিনি ছিলেন পাথরের ট্রাকের হেলপার। নিহত আবুল হোসেন খানজাহান আলী থানা এলাকার জাব্দিপুর গ্রামের বাসিন্দা।
খানজাহান আলী ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. শোয়াইব হোসেন মুন্সী জানান, দুটি ট্রাকের একটিতে পাথর এবং অপরটিতে ছিল বিদ্যুতের খুঁটি। পাথর বোঝাই ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়েছিল। বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রাকটি পেছন থেকে পাথরবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। ফলে পাথরবোঝাই ট্রাক পাশের পিলারে ধাক্কা খায়। এতে ট্রাকটির ভেতরে থাকা হেলপার ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।