জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে আকলিমা খাতুন (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী হেলালকে আটক করে পুলিশ। স্বজনদের দাবি, তাকে হত্যা করেছেন হেলাল। বৃহস্পতিবার সকালে উপজেলার চিকাজানি ইউনিয়নের নয়াগ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, সাত বছর আগে উপজেলার চিকাজানি ইউনিয়নের নয়াগ্রামের মুল্লুক মিয়ার ছেলে হেলালের সঙ্গে একই উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর গ্রামের আলী হোসেন মেয়ে আকলিমার বিয়ে হয়। বিয়ের পর থেকে সুখেই ছিলেন তারা। তাদের সংসারে একটি সন্তানও আসে।
কয়েকবছর পর থেকে দাম্পত্য কলহ শুরু হয়। কিছুদিন আগে আকলিমা রাগ করে বাবাবাড়ি চলে আসেন। পরে স্ত্রীকে বুঝিয়ে আবারও বাড়িতে নিয়ে আসেন হেলাল। আজ সকালে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে তিনি।
নিহতের মা বেহুলা বেগম বলেন, বিয়ের পর থেকে মেয়েকে নির্যাতন করতেন হেলাল। প্রথম দিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও নির্যাতনের মাত্রা বেড়ে গেলে আর সহ্য করতে না পেরে আমাদের বাড়ি চলে আসে মেয়ে। কিন্তু ১১ দিন আগে মেয়েকে ফুসলিয়ে বাড়ি নিয়ে হত্যা করেছে হেলাল। আমার মেয়ে হত্যার বিচার চাই।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল চন্দ্র ধর বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আকলিমার স্বামীকে এরই মধ্যে আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।