পাওনা টাকা দিতে দেরি হওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০৬:৫০ বিকাল
আপডেট: মে ২৫, ২০২৩, ০৬:৫০ বিকাল
আমাদেরকে ফলো করুন

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় পাওনা টাকা দিতে দেরি হওয়ায় যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে আদর্শ সদর উপজেলার টিক্কারচর ব্রিজের দক্ষিণে একটি চা দোকানে এ ঘটনা ঘটে। নিহত কুদ্দুস মিয়া (৩৫) উপজেলার নিশ্চিন্তপুর এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।

নিহতের ছোট ভাই সাগর বলেন, নগরীর শুভপুর এলাকার সোহাগ কুদ্দুস ভাইয়ের কাছে ১০ হাজার টাকা পেতেন। বিকেলে টাকার জন্য ফোন দেন সোহাগ। সন্ধ্যায় টিক্কারচর ব্রিজ এলাকায় আমি এবং ভাই তার সঙ্গে দেখা করতে যাই। একপর্যায়ে তাকে ২০০ টাকা দিই এবং বাকি টাকা শনিবার দেওয়ার প্রতিশ্রুতি দিই। পরে সোহাগসহ আমরা চা পান করি। তিনি বলেন, একপর্যায়ে আলী হোসেনের ছেলে মামুনের উসকানিতে সোহাগ ছুরিকাঘাত করলে কুদ্দুস ভাই গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১০টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সনজুর মোর্শেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়