ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ভারতে পালানোর প্রস্তুতিকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সীমান্তবর্তী এলাকা থেকে আল আমিন (৩৫) নামে এক যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইকরতলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আল আমিন উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড় গ্রামের মনু মিয়ার ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ বলেন, আল আমিন এলাকার চিহ্নিত মাদককারবারি। তার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা আছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এরমধ্যে গত ১৭ মে একটি ইয়াবার মামলায় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড দেন। আদালত কারাদন্ডাদেশ দেওয়ার পর সে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টা করে আসছিল। ভোরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সীমান্তবর্তী ইকরতলী গ্রামে অভিযান চালায়। অভিযানে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আল আমিনকে গ্রেফতার করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।