ভোলা প্রতিনিধি : ভোলায় তুচ্ছ ঘটনায় এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মো. রতন মাঝি (৫০) দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাধাবল্লভ গ্রামের বেড়িবাঁধ এলাকার মো. মজিবল হকের ছেলে।
জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে রতন মাঝির ছোট ছেলে জোবায়েরের সঙ্গে পাশের বাড়ির নেকি বেগমের ছেলে আবদুল্লাহর খেলাধুলা নিয়ে মারামারি হয়। পরে আবদুল্লাহ বাড়িতে গিয়ে তার মাকে বললে তিনি তার আরেক ছেলে সোহেল এবং মেয়ে রিংকু বেগমকে নিয়ে রতনের বাড়িতে গিয়ে ঝগড়া শুরু করেন।
একপর্যায়ে নেকি ও তার সন্তানরা রতন মাঝিকে ঘর থেকে টেনে বের করে মারতে থাকেন। মারধরের একপর্যায়ে রতন জ্ঞান হারিয়ে ফেললে তারা চলে যান। পরে রতনের পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত ) সত্য রঞ্জন খাসকেল বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী গোলেনুর বেগম মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।