চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রাক্টরকে দ্রুত গতিতে পিছন দিকে মোটরসাইকেল ধাক্কা দেয়ার ঘটনায় মোটরসাইকেল চালক রিপন চন্দ্র রায় (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সড়ক দুর্ঘটনাটি গতকাল ২৪ মে বুধবার রাত প্রায় পৌঁণে ৮টায় উপজেলার চিরিরবন্দর-রানীরবন্দর সড়কের ইয়াকুব চেয়ারম্যানের মোড়ের অদূরে ঘটেছে। নিহত রিপন উপজেলার সাতনালা ইউনিয়নের খামার সাতনালা গ্রামের ইয়াকুব চেয়ারম্যান পাড়ার বীরেন চন্দ্র রায়ের ছেলে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, চিরিরবন্দর-রানীরবন্দর সড়কের ইয়াকুব চেয়ারম্যানের মোড়ের অদূরে একটি ইটবোঝাই ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। ওই সময় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরটিকে চিনিবাসডাঙ্গা বাজার থেকে ইয়াকুব চেয়ারম্যানের মোড়গামী একটি দ্রুতগামী মোটরসাইকেল পিছন দিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক রিপন গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে রানীরবন্দরে চিকিৎসকের নিকট নিয়ে আসে। তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।