জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতে জহুরুল ইসলাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই শ্রমিক। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এখন তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। রোববার বিকেলে উপজেলার খরকা বিলের সংলগ্ন এলাকায় এ ঘটে। নিহত জহরুল টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সোনামুই গ্রামের সুরুজ মিয়ার ছেলে। আহতরা হলেন- কিশোরগঞ্জের মিঠাইন উপজেলার গজবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রুহুল আমিন ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাসেম মিয়ার ছেলে ছেলে ফয়সাল।
স্থানীয়রা জানান, বিকালে জহুরুল ড্রেজার দিয়ে মাটি কাটছিলেন। এসময় আকস্মিক বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে অপর শ্রমিকরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।