বগুড়ায় মেডিক্যাল এন্ড হেলথকেয়ার প্রদর্শনীর উদ্বোধন (ভিডিও সহ)

প্রকাশিত: মে ১৯, ২০২৩, ০৩:০১ রাত
আপডেট: মে ১৯, ২০২৩, ০৭:১২ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়ায় তিন দিনব্যাপী মেডিক্যাল এন্ড হেলথকেয়ার যন্ত্রপাতির প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার (১৮ মে) বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপি এ প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া  চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি মো. মাসুদুর রহমান মিলন ।

বাংলাদেশ এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান প্রমুখ।

আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, বগুড়াসহ উত্তরাঞ্চলের সকল প্রকার মেডিক্যাল এন্ড হেলথকেয়ার সেক্টরের উপর ভিত্তি করেই এই প্রদর্শনীর আয়োজন। উত্তরাঞ্চলের মেডিক্যাল কলেজ হাসপাতাল, ক্লিনিক, ডেন্টাল ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক এবং ব্যবসায়ীদেরকে মেডিক্যাল হেলথকেয়ার সেক্টরের উন্নত প্রযুক্তির উপকরণের সাথে পরিচিতি করা।

আন্তর্জাতিক এ প্রদর্শনীতে অংশগ্রহণ করছে মেডিক্যাল এন্ড হেলথকেয়ার সেক্টরের বিভিন্ন সরঞ্জাম  প্রস্তুতকারক, সরবাহকারী এবং সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠান। প্রদর্শনীতে মোট ৩০ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। প্রদর্শনী সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আগামী শনিবার তিন দিনব্যাপী প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়