দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার লালুকা এলাকায় প্লাস্টিক রিসাইক্লিং ফ্যাক্টরিতে কাজ করার সময় এক শ্রমিকের মেশিনে ডান হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘঠেছে। ঘটনাটি ঘটেছে আজ (৪ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে। দুর্ঘটনার শিকার শ্রমিকের নাম আরিফুল (২৫)।
জানা গেছে, দুপচাঁচিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের রাজু প্রামানিকের মালিকানাধীন প্লাস্টিক রিসাইক্লিং ফ্যাক্টরিতে প্রতিদিনের মতো কাজ করছিলেন আলোহালী গ্রামের আরফান আলীর ছেলে আরিফুল। কাজ করার এক পর্যায়ে মেশিনের মধ্যে ডানহাত গিয়ে হাতের কুনই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার চিৎকারে অন্যান্য শ্রমিক ও মালিকের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।