গাবতলীতে

চাকরি দেওয়ার নামে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনা

সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

প্রকাশিত: মে ০২, ২০২৩, ০২:৫৬ রাত
আপডেট: মে ০২, ২০২৩, ০৪:৩৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: চাকরি দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় কুড়িগ্রাম থেকে রিজওয়ানুল জোয়ারদার ওরফে মিলন নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল (৩০ এপ্রিল) রাতে বগুড়ার  গাবতলী থানার পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল।

গাবতলী মডেল থানা সূত্রে জানা গেছে, চাকরি দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ আদালতে প্রমাণিত  হওয়ায় বিচারক তার অনুপস্থিতিতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং  তিন লাখ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। সে পলাতক থাকায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়। গ্রেফতার আসামি রিজওয়ানুল মিলন গাবতলী উপজেলার বালিয়দিঘী এলাকার মোহাম্মদ আলী জোয়ারদারের ছেলে। আজ থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়