সোনাতলায়

১২৪ স্কুলে ৩৩শ’ শিশু শিক্ষার্থীকে ছন্দে-আনন্দে লেখাপড়া শেখানো হচ্ছে

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩, ০২:১৯ রাত
আপডেট: মার্চ ২৫, ২০২৩, ০২:১৯ রাত
আমাদেরকে ফলো করুন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় ১২৪টি প্রাক-প্রাথমিক (শিশু শ্রেণিতে) ৩ হাজার ২শ’ ৬২ জন শিক্ষার্থী ছড়া, কবিতা, গান, গল্প, খেলা ও ব্যায়ামের মাধ্যমে শিক্ষা গ্রহণ করছে।

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার ১২৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে প্রাক প্রাথমিক (শিশু শ্রেণি) রয়েছে। এ সকল বিদ্যালয়ে সরকার একজন করে শিক্ষক নিয়োগ দিয়েছে। এর মধ্যে ৬২টি স্কুলে শিক্ষক থাকলেও সম্প্রতি সরকার নতুন পদ সৃষ্টি করে অন্য ৬২টি শিশু শ্রেণির জন্য ৬২ জন শিক্ষক নিয়োগ দেন।

এসব স্কুলে ৪ থেকে ৫ বছর বয়সী শিশুরা লেখাপড়া করে। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আড়াই ঘন্টা পাঠদান করাতে হয় শিক্ষকদের। এই সকল শিশু শিক্ষার্থীর জন্য সরকার প্রতি মাসে ১শ’ টাকা হারে উপবৃত্তি প্রদান করেন।

সংশ্লিষ্ট উপজেলায় ৩টি ক্লাস্টারে বিভক্ত করে ১২৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৩ হাজার ২৬২ জন শিক্ষার্থীর লেখাপড়া তদারকির দায়িত্বে রয়েছেন ৩ জন উপজেলা সহকারী শিক্ষা অফিসার। এ বিষয়ে উপজেলার বিভিন্ন এলাকার অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে, শিশুরা প্রথমে বাড়িতে মা -বাবার কাছে প্রাথমিক ভাবে শিক্ষা গ্রহণ করার পর তারা প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে ভর্তি হয়।

শিশু শ্রেণিতে শিক্ষার্থীরা গান, ছড়া, কবিতা, গল্প, খেলাধুলা ও ব্যায়ামের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সাহা জানান। উল্লেখ্য, উপজেলার বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষগুলো হরেক রকমের কারুকার্যে ও বর্ণিল সাজে সাজানো হয়েছে। এমনকি গান বাজনার জন্য বিভিন্ন ধরনের বাদ্য যন্ত্র রাখা ছাড়াও রয়েছে সাউন্ড সিস্টেমও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়