বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়নে এবার ভূট্টার বাম্পার ফলনের আশা করছেন কৃষক । কোন প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে চাহিদার চেয়েও অধিক ফলনের সম্ভাবনা রয়েছে। স্থানীয় কয়েকজন কৃষক জানান, ভূট্টা চাষের পর এখনো কোন বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়নি। তবে গত বছরের তুলনায় এবার ভূট্টা চাষে ব্যয় বেশি হয়েছে।
১বিঘা ভুট্টা চাষ থেকে কাটামাড়া পর্যন্ত খরচ পরবে ১০-১১ হাজার টাকা । কিন্তু শ্রমিক সংকটের কারণে চাষিরা দুশ্চিন্তায় রয়েছেন। বাগজানা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ভুট্টাচাষী সুবাস চন্দ্র জানান, এক বিঘাতে খরচ হয় ১০-১১ হাজার টাকা, কিন্তু আলুর জমিতে ভুট্টা আবাদ করলে খরচ কম হয়, কেননা আগে থেকেই জমিতে সার দেয়া থাকে । প্রতি বিঘায় ২৫-৩০ মণ ভুট্টা উৎপাদন হয়।
গতবছর ১হাজার থেকে ১২শ’ টাকা প্রতি মণ ভুট্টা বিক্রি হলেও এবার গতবারের চেয়ে বেশি দামে ভুট্টা বিক্রি হবে । তবে আমদানির উপরে বাজার উঠানামা করে বলে কৃষক জানায়। এদিকে আগাম রোপন করা ভুট্টা ইতিমধ্যেই কাটা ও মাড়াই করা শুরু হয়ে গেছে।
পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফর রহমান বলেন, এবার উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন মাঠে ৩৪০ হেক্টর জমিতে ভূট্টা চাষ হচ্ছে। ‘কোন রোগবালাই না থাকায় ও আবহাওয়া ভাল হওয়ায় কৃষকরা কাঙ্খিত ফলন আশা করছেন। তিনি জানান বাগজানা ইউনিয়নের বিএস জাহিদল ইসলাম জানান, বাগজানাতে ৭০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। আগামী ২০-২৫ দিনের মধ্যে বাজারে উঠবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।